Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার রংপুর যাচ্ছেন জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:১৯

রংপুরে জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল। 

রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুরে যাচ্ছেন। তার আগমন উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হওয়া এই মিছিল জামায়াতের রংপুর মহানগর ও জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

রংপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী বলেন, ‘আমিরে জামায়াতের এই সফর উত্তরবঙ্গের জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ। আমরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছি যাতে তিনি রংপুরে স্বস্তিতে ও সুন্দরভাবে কর্মসূচি পালন করতে পারেন।’

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন ডা. শফিকুর রহমান। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ২৩ জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে বড় ধরনের পথসভা ও কর্মসূচি থাকবে। পথে গুরুত্বপূর্ণ শহর বা বাজারগুলোতে তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সর্বশেষ পাবনার জনসভায় বক্তব্য দেবেন। উত্তরবঙ্গ সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর