চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মো. হারুনুর রশিদ বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, জনগণের কল্যাণ ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
কবর জিয়ারত শেষে মো. হারুনুর রশিদ বলেন, বাবা-মায়ের দোয়া ও জনগণের সমর্থনই আমার শক্তি। মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিয়েছি।
এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত গণসংযোগে অংশ নেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ধর্মীয় অনুভূতি ও পারিবারিক মূল্যবোধের মধ্য দিয়ে প্রচারণা শুরু করায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।