ফরিদপুর: ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী বলেছেন, নির্বাচিত হলে ফরিদপুরকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করব, বৈষম্যহীন একটি শহর গড়ে তুলব। আমরা মেগা প্রজেক্ট এর নামে মেগা দুর্নীতির প্রজেক্ট খুলব না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচার শুরুর প্রথম দিনে ফরিদপুর শহরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল ৫ টায় শহরের জেলখানার সামনে থেকে একটি বিশাল মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনিত ফরিদপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় রাজপথে ধানের শীষের স্লোগানে নির্বাচনি প্রচারণা চালায় বিএনপির নেতাকর্মীরা। গাড়ি ভিতর থেকে হাত নেড়ে ভোটার শুভেচ্ছা জানান। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে চৌধুরী নায়াব ইউসুফসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশসহ অন্যান্যরা বক্তব্য দেন।
পরে সরকারী তিতুমীর বাজার, নিউ মার্কেট এলাকায় গনসংযোগ করে ধানের শীষে ভোট চান নায়াব ইউসুফ। এ সময় তার সাথে জেলা বিএনপি, কোতয়ালী বিএনপি, মহানগর বিএনপির নেতাকর্মীসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শহরের কয়েকটি মহল্লায় গনসংযোগে অংশ নেন নায়াব ইউসুফ। এদিকে গতকাল প্রতীক বরাদ্দের পর আজ সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি প্রচারের শুরু করে প্রার্থী ও সমর্থকেরা।
উল্লেখ্য, ফরিদপুর-৩ সদর আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রীক দল, কমিউনিস্ট পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।