ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মগবাজারের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের প্রচারণা শেষে তিনি এ কথা জানান। এ সময় সাফেনার গলি, ডাক্তার গলি, পকেট গেট, নুরজাহান টাওয়ার ও গ্র্যান্ড প্লাজা এলাকায় ১০ দলীয় জোটের হয়ে শাপলা কলি প্রতীকে ভোট চান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রচারণায় স্থানীয় ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আমাদের আরও দায়িত্বশীল করে তুলছে। নির্বাচিত হয়ে সংসদে গেলে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরবো।’
তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদির স্বপ্ন পূরণে ঢাকা-৮ আসনকে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে চান তিনি। একই সঙ্গে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন এনসিপির এই নেতা।
প্রচারণাকালে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষেও জনসচেতনতা সৃষ্টি করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।