Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী সাফ ফুটসাল ২০২৬
সাবিনার হ্যাটট্রিকে শিরোপার আরও কাছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬ ১৭:০১

প্রথমবার আয়োজিত হওয়া নারী সাফ ফুটসালের শুরু থেকেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ দল। এবার সাবিনা খাতুনের দুর্দান্ত এক হ্যাটট্রিকে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ নারী ফুটবল দল।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে প্রথমার্ধেই ৬ গোল করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে এসেছে আরও তিন গোল। অধিনায়ক সাবিনা একাই করেছেন ৪ গোল। জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। অন্য গোলটি নিলুফা ইয়াসমিন নীলার।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে দারুণ গতিতে ছুটছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ভারত ম্যাচ খেলেছে ৪টি।

বিজ্ঞাপন

ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। পরের দুই ম্যাচে যথাক্রমে নেপালকে ৩-০ এবং শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারায় সাবিনার দল।

রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে রোববার মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সাত দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর