Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টাল ব্যালটে দ্রুত ভোট পাঠাতে ইসির তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৩:৩১

-ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে যারা পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন, তাদের দ্রুত ভোট দিয়ে ব্যালট পাঠানোর অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎শনিবার (২৪ জানুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে ভোট পৌঁছানো নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিশেষ বার্তা দেওয়া হয়।

‎ইসির জরুরি নির্দেশনাটি হচ্ছে-

‎১. ব্যালট পাওয়ার পর ভোট দিয়ে দ্রুত হলুদ খামে সিলগালা করুন।

‎২. ডাক বিভাগের মাধ্যমে এটি সরাসরি রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় পাঠিয়ে দিন।

‎৩. দেশের বাইরে অবস্থানরত ভোটাররা নিজ নিজ দেশের স্থানীয় ডাক ব্যবস্থা ব্যবহার করে যত দ্রুত সম্ভব ব্যালটটি বাংলাদেশে পাঠান।

বিজ্ঞাপন

‎সময়সীমা ও পাঠানোর নিয়ম

‎ইসির নির্দেশনায় বলা হয়েছে, যারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন, তারা ব্যালট পেপার হাতে পাওয়ার পর দেরি না করে ভোট প্রদান করুন। ভোট দেওয়ার পর ব্যালটটি নির্ধারিত হলুদ খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিতে হবে।

‎শেষ সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট।

‎কোথায় পাঠাতে হবে: সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

‎ইসি সতর্ক করে জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না।

‎এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

পাবনায় কিশোরের মরদেহ উদ্ধার
২৪ জানুয়ারি ২০২৬ ১৩:১৯

আরো

সম্পর্কিত খবর