Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬ ০৭:৫৫

ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে ফিরল রিয়াল

কয়েক সপ্তাহ আগেও লা লিগার শিরোপা দৌড়ে বেশ পিছিয়ে পড়েছিলেন তারা। তবে টানা জয় ও বার্সার হোঁচট খাওয়ার সুবাদে আবারও লিগের শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে বার্সার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল।

প্রতিপক্ষের মাঠে পুরো ম্যাচজুড়েই ছিল রিয়ালের দাপট। প্রথমার্ধে অবশ্য বেশ কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি রিয়াল। গোলশূন্যভাবেই তাই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙ্গেন এমবাপে। ৪৭ মিনিটে ভিনিসিয়াসের অ্যাসিস্টে গোল করেন তিনি। ৯৪ মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপে। এই নিয়ে লা লিগার এবারের মৌসুমে ২০ ম্যাচে নিজের ২১তম গোলের দেখা পেলেন এমবাপে।

বিজ্ঞাপন

এই জয়ে ২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৫১। এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৫০।

বিজ্ঞাপন

বায়ুদূষণের শীর্ষে ঢাকা
২৫ জানুয়ারি ২০২৬ ০৯:৫৯

আরো

সম্পর্কিত খবর