Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ০৮:২৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৮:৩০

নীলফামারী: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে ক্যাম্পেইন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পুলিশ বক্সের সামনে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের প্রধান সড়কগুলোতে প্রচার চালিয়ে দোকানদার, পথচারী ও যানবাহন চালকদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করা হয়।

জেলা মুখ্য সমন্বয়ক একরামুল হক বিজয়ের নেতৃত্বে ক্যাম্পেইনে জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি এহসানুল হক সানি, রেড জুলাইয়ের আহ্বায়ক আলিফ তাহা, সদস্য সচিব তাহা, সারা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে জানানো হয়, নতুন বাংলাদেশ গঠনে রাষ্ট্র কাঠামো সংস্কার এবং ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট শক্তি তৈরি হতে না পারে, সে লক্ষ্যে নীতিমালা প্রণয়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এ গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোটের দিন সাদা ও হলুদ রঙের দুটি আলাদা ব্যালট পেপার থাকবে। হলুদ ব্যালটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের অপশন থাকবে। জুলাই সনদের আলোকে আগামীর বাংলাদেশ পরিচালনার সিদ্ধান্তে একমত হলে ‘হ্যাঁ’ তে সিল দিতে হবে। বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি থাকায় সচেতনতা তৈরির জন্য এ ক্যাম্পেইন চালানো হচ্ছে।

ক্যাম্পেইনকারীরা জানান, এ বিষয়ে আরও ব্যাপক সচেতনতা কার্যক্রম পাড়া-মহল্লায় চালানো হবে।

বিজ্ঞাপন

বায়ুদূষণের শীর্ষে ঢাকা
২৫ জানুয়ারি ২০২৬ ০৯:৫৯

আরো

সম্পর্কিত খবর