আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে টানা ভারী বৃষ্টি ও তুষারপাতে অন্তত ৬১ জন নিহত এবং ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ)-এর মুখপাত্র হাফিজ মুহাম্মদ ইউসুফ হামাদ জানান, গত তিন দিনে ভারী তুষারপাত ও বৃষ্টির কারণে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘গত তিন দিনে অন্তত ৬১ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন।’
হামাদের মতে, রাজধানী কাবুলসহ পারওয়ান, পানজশির, গজনি ও নুরিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি এলাকায় তীব্র তুষারপাতের কারণে বহু সড়ক বন্ধ হয়ে গেছে, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে।
তিনি আরও জানান, দুর্যোগে ৪৫৮টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে অন্তত ৩৬০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে, আফগানিস্তানের অন্যতম প্রধান সড়ক সালাং মহাসড়ক এখনও বন্ধ রয়েছে। এই মহাসড়কটি দেশের উত্তরাঞ্চলকে কাবুল ও দক্ষিণাঞ্চলের সঙ্গে সংযুক্ত করে।
কর্তৃপক্ষ জানায়, বন্ধ সড়কগুলো পুনরায় চালু করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে। একই সঙ্গে নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং ঝুঁকিপূর্ণ ও বন্ধ সড়কে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এএনডিএমএ মুখপাত্র।