ঢাকা: জামায়াত আমির ডা. শফিকুর রহমান পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ব্রিজের পাশে সমাবেশস্থল। জামায়াতসহ দশ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল। কিছুক্ষণ পরপর মিছিল আসছে সমাবেশস্থলে। যাত্রাবাড়ি মোড়ের নিকটে কাজলারপার নামক স্থানে দাড়িপাল্লা প্রতিকের ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের প্রার্থীদের পক্ষে দলীয় কর্মীরা সকাল থেকে উপস্থিত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) ফজরের পর থেকে জামায়াতসহ ১১ দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেন এই সমাবেশস্থলে। সকাল নয়টার মধ্যেই সমাবেশস্থলে রাখা চেয়ারগুলো পূর্ণ হয়ে যায়। মঞ্চ থেকে পেছনের দিকে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।
দলীয় সূত্র জানিয়েছে, সকাল ১১টায় সমাবেশস্থলে আসবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এখানে ঢাকা-৪ আসনে প্রার্থী হয়েছেন মহানগর দক্ষিণ জামায়াতের সহকারি সেক্রেটারি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ও ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেন। তাদের দুজনের পক্ষে ভোট চাইতেই এখানে আসবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
এই সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আবদুস সবুর ফকির। সমাবেশে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। এছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা বক্তব্য দিবেন।
কাজলারপারের জনসভা শেষে জামায়াত আমির যাবেন গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে। সেখানে ঢাকা-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল মান্নানের নির্বাচনি জনসভায় বক্তব্য দিবেন।
বিকাল চারটায় বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে ঢাকা-৭ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহর নির্বাচনি জনসভায় বক্তব্য দিবেন জামায়াত আমির।
এর আগে গত ২৩ জানুয়ারি ডা. শফিকুর রহমান পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেন। পরের দিন ২৪ জানুয়ারি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় নির্বাচনই জনসভা করে ঢাকায় ফেরেন।