Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাবেশ মঞ্চে তারেক রহমান, মুখরিত পলোগ্রাউন্ড ময়দান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৪:০৫

পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনি সমাবেশ মঞ্চে দলটির চেয়ারম্যান তারেক রহমান।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনি সমাবেশ মঞ্চে পৌঁছেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি সমাবেশস্থলে আসার পর উপস্থিত লাখো নেতাকর্মী তুমুল হর্ষধ্বনি দিয়ে স্লোগানে-স্লোগানে উত্তাল করে তোলেন পুরো প্রাঙ্গন। তারেক রহমান মঞ্চে উঠে হাত নেড়ে তাদের উচ্ছ্বাসের জবাব দেন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে হোটেল রেডিসন ব্লু বে ভিউ থেকে বের হয় তারেক রহমানকে বহনকারী লাল-সবুজের বাস। পলোগ্রাউন্ডে সমাবেশস্থলে যাবার পথে পুরো রাস্তায় দু’পাশে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। তারেক রহমান বাসের ভেতর থেকে হাত নেড়ে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন। বাসের সামনে-পেছনে দলীয় নিরাপত্তাকর্মী ও প্রটৌকলের গাড়ি এবং এর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর দেখা যায়। পথে পথে নেতাকর্মীদের বিপুল উপস্থিতির কারণে বাসটিকে ধীরগতিতে চলতে দেখা যায়।

বিজ্ঞাপন

বেলা ১২টা ২২ মিনিটের দিকে তারেক রহমান সমাবেশস্থলে এসে পৌঁছান। মঞ্চে ওঠার আগে তিনি সামনে থাকা গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর ১২টা ২৫ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। মঞ্চে পৌঁছালে উপস্থিত নেতা ও সংসদ সদস্য প্রার্থীরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। সমাবেশস্থলে থাকা নেতাকর্মীরা ‘তারে- রহমান, তারেক-রহমান, ভোট দেব কীসে-ধানের শীষে, খুশি খুশি লাগছে-তারেক রহমান এসেছে, ঈদ ঈদ লাগছে-তারেক রহমান এসেছে’- এমন স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীদের প্রাণোচ্ছ্বাসে পুরো সমাবেশস্থল উন্মাতাল হয়ে ওঠে।

পলোগ্রাউন্ডের সমাবেশে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মঞ্চে দলটির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ ও তিন পার্বত্য জেলা-কক্সবাজারের নেতারা উপস্থিত আছেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের ২৩টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা সমাবেশ মঞ্চে আসেন।

এর আগে, ভোরের আলো ফোটার পরপরই পলোগ্রাউন্ড ময়দানে বিএনপি নেতাকর্মীদের আনাগোণা শুরু হয়ে যায়। শীতের সকালের ঠাণ্ডা উপেক্ষা করে কিশোর থেকে বৃদ্ধ, নানা বয়সী মানুষ আসতে থাকেন সেই ময়দানে। সকাল ৯টার মধ্যেই মাঠের বিশাল অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল গড়াতেই সমাবেশস্থল ছাপিয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় লাখো মানুষের সমাগম ঘটে।

সকাল ১০টার দিকে মঞ্চে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। স্থানীয় নেতাদের বক্তব্য চলে পালাক্রমে। এর মধ্যেই উপস্থিত হন তারেক রহমান।

এর আগে, সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। পলোগ্রাউন্ডের সমাবেশ শেষ করে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পথে ফেনী, কুমিল্লাা ও নারায়ণগঞ্জে আরও মোট ৫টি সমাবেশে যোগ দেবেন।

তারেক রহমান সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন ২০০৫ সালে। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় এসে তিনি নগরীর লালদিঘী ময়দানে জনসভা করেছিলেন। এরপর এক-এগারো পরবর্তী জরুরি অবস্থায় তিনি গ্রেফতার হয়ে কারাবরণ করেন এবং একপর্যায়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হন। দেড় দশক পর দেশে ফিরে তিনি পিতা জিয়াউর রহমানের শাহাদাৎ বরণের স্মৃতিবিজড়িত চট্টগ্রাম শহরে আসছেন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর