Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৩:৫৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৪:১২

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে এই রুলে।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই আদেশ কার্যকর করা হয়নি।

বিজ্ঞাপন

এই অবস্থায় আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করা হয়।

জানা যায়, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। কিন্তু সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি এখন আদালতের দ্বারস্থ হয়েছেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর