বিশ্বকাপ বয়কট ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। পাকিস্তান অবশ্য বয়কটের কথা বলেও গতকালই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মদনলাল বলেছেন, পাকিস্তান পুরোটা সময় বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে।
নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আইসিসির সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেও আসেনি সমাধান। শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপের গ্রুপ থেকে সরিয়ে দিয়েছে আইসিসি।
এই পুরো টানাপোড়নের সময় বাংলাদেশের পাশে একমাত্র দেশ হিসেবে ছিল পাকিস্তান। আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোটও দিয়েছে পিসিবি। বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তারাও খেলবে না, এমন আভাসও বারবারই দিয়েছে পিসিবি।
বয়কটের আভাস দিলেও গত ২৫ জানুয়ারি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। মদনলাল বলছেন, পাকিস্তানের ভুল পরামর্শে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, ‘আইসিসি খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানও তাদের (বাংলাদেশকে) ভুল পথে পরিচালিত করেছে। এখন স্কটল্যান্ডের সামনে দারুণ সুযোগ, তারা প্রচুর এক্সপোজার পাবে। বাংলাদেশ বড় ভুল করেছে।’