Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টাল ব্যালটে বড় পরিবর্তন: প্রতীকের পাশে থাকবে প্রার্থীর নাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১০:৩০

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় বড় ধরনের সংশোধনী এনেছে। এখন থেকে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে শুধু প্রতীক নয়, প্রতীকের বাম পাশে প্রার্থীর নামও যুক্ত থাকবে।

রোববার (২৫ জানুয়ারি) ইসি সচিব আখতার আহমেদের সই করা এক গেজেটে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রধান পরিবর্তনগুলো হলো-

  • নাম অন্তর্ভুক্তকরণ: দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট ব্যবহারকারীদের জন্য ব্যালট পেপারে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে।
  • প্রবাসীদের ক্ষেত্রে নিয়ম: প্রবাসীদের জন্য পাঠানো ব্যালটে কোনো পরিবর্তন আসছে না। সেখানে আগের মতোই কেবল প্রতীক উল্লেখ থাকবে।
  • ভোটের তারিখ: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
  • নিবন্ধিত ভোটার: এবারের নির্বাচনে গণভোট ও সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রায় ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

ইসি জানিয়েছে, বিদেশে ব্যালট পাঠিয়ে তা আবার ফেরত আনতে অন্তত ২৮ দিন সময়ের প্রয়োজন হয়। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই এই ব্যালটগুলো পাঠাতে হয় বলে সেখানে নির্দিষ্ট প্রার্থীর নাম যুক্ত করা সম্ভব হয় না। তবে দেশের অভ্যন্তরে সময় কম লাগে বলে ভোটারদের বিভ্রান্তি এড়াতে প্রার্থীর নাম যোগ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আজ ঢাকার আবহাওয়া থাকবে শুষ্ক
২৬ জানুয়ারি ২০২৬ ০৯:৪৭

আরো

সম্পর্কিত খবর