ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে এসব ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
যারা ভোট দিতে পারবেন
ইসি সচিব জানান, যারা ইতোমধ্যেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন, কেবল তাদের কাছেই এই ব্যালট পাঠানো হচ্ছে। এবারের নির্বাচনে মূলত তিনটি শ্রেণির ভোটার এই সুবিধা পাচ্ছেন:
* নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী।
* আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
*কারাগারে আটক কয়েদীরা।
ব্যালটের বৈশিষ্ট্য ও সময়সীমা
সচিব উল্লেখ করেন, দেশের ভেতরে ব্যবহৃত এই পোস্টাল ব্যালটগুলোতে প্রার্থীর প্রতীকের পাশাপাশি নামও উল্লেখ থাকবে। ব্যালট পেপার হাতে পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ভোট দিয়ে তা ফিরতি ডাকে পাঠাতে ভোটারদের অনুরোধ করা হয়েছে।
সতর্কতা
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
উল্লেখ্য, এবার দেশ ও বিদেশ মিলিয়ে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৩:৫৭
২৬ জানুয়ারি ২০২৬ ১৩:৫৭
সারাবাংলা/এনএল/এসআর