Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারিতে ৬দিন বন্ধ থাকবে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৬:৪০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:২৯

ঢাকার ইতালি দূতাবাস – ছবি : সংগৃহীত

ঢাকা: সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ ৬দিন বন্ধ থাকবে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার ইতালি দূতাবাস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সমস্ত ইতালিয়ান ভিসা অফিসে কোনও ধরনের আবেদন জমা দেওয়া সম্ভব হবে না। প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দূতাবাস জানায়, ভিএফএস গ্লোবালকে আবেদনপত্র গ্রহণ না করার পাশাপাশি প্রত্যাহারের অনুরোধ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ইতিমধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে দূতাবাস যদি অতিরিক্ত কোনও কাগজপত্র চেয়ে থাকে, কেবল সেই নথিপত্রগুলো ওই সময়ে জমা নেওয়া হবে।

বিজ্ঞাপন

যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা এর কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য নূন্যতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর