Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একাত্তর আর চব্বিশকে এক কাতারে এনেছে ১১ দল’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৮

জামায়াতের কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয় সভা।

চট্টগ্রাম ব্যুরো: জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ রাজনৈতিক দলের গড়ে তোলা নির্বাচনি ঐক্য একাত্তর এবং চব্বিশকে এক কাতারে শামিল করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নগরীর দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয় সভায় তিনি একথা বলেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘শরীফ ওসমান বিন হাদিসহ জুলাই আন্দোলনে শহিদদের হত্যাকারীরা এখনো বিচারের বাইরে রয়ে গেছে। এই নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে শহিদদের আত্মা শান্তি পাবে না এবং জাতি কখনো দায়মুক্ত হতে পারে না। অবিলম্বে বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে।’

বিজ্ঞাপন

বিচার নিশ্চিতে ১১ দলীয় ঐক্যকে বিজয়ী করতে মন্তব্য করে তিনি বলেন, ‘১১ দলীয় ঐক্য একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ফ্যাসিবাদ বিরোধী চব্বিশের জুলাই যোদ্ধাকে এক কাতারে শামিল করে দিয়েছে। আমরাই বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ গড়তে হলে বিভক্তির রাজনীতি পরিহার করে নির্বাচনি ঐক্যকে শক্তিশালী করতে হবে। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীরা জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে কাজ করবে। তাই নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।’

গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে হবে বলে মত দিয়ে নজরুল বলেন, ‘শহিদের রক্তের ঋণ শোধ করতে হলে জুলাই সনদকে অবশ্যই আইনি মর্যাদা দিতে হবে। এটি কোনো দলীয় বিষয় নয় বরং জাতির অস্তিত্ব ও ভবিষ্যতের প্রশ্ন। জনগণের প্রত্যক্ষ মতামতের মাধ্যমে গণভোট আয়োজন করে জুলাই সনদের পক্ষে হ্যাঁ-ভোট নিশ্চিত করতে হবে। জনগণের রায়ে প্রতিষ্ঠিত আইনই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তি সুদৃঢ় করতে।’

সভায় উপস্থিত জোটভুক্ত দলের নেতারা ১২ ফেব্রুয়ারি ১১ দলের প্রার্থীদের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সভায় নগর জামায়াতের সহকারী সম্পাদক মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় বক্তব্য দেন- নগর কমিটির সহকারী সম্পাদক ফয়সাল মুহাম্মদ ইউনুস, খাইরুল বাশার, সদস্য হামেদ হাসান ইলাহী, মমতাজুর রহমান ও ফখরে জাহান সিরাজী, সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক, সিদ্দিকুর রহমান, এস এম লুৎফর রহমান, খেলাফত মজলিসের মহানগর সভাপতি খুরশীদ আলম ও সাধারণ সম্পাদক রিদুয়ান আহমদ ওয়াহেদ, নেজাম ইসলাম পার্টির মহানগর আমীর জিয়াউল হোসাইন জিয়া, এনসিপি মহানগরের যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনউদ্দীন, জোবায়ের হোসাইন, মীর শোয়াইব, এলডিপির মহানগর সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক জাফর আহমদ চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি) মহানগর আহ্বায়ক গোলাম ফারুক ও সদস্য সচিব আবুল কাশেম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মহানগর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, লেবার পার্টির মহানগর সভাপতি আলা উদ্দিন ও সাধারণ সম্পাদক আফসার উদ্দিন এবং যুব মজলিস সভাপতি আবু তাহের তুরবী।

সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন

বিইউবিটি রিসার্চ উইক শুরু
২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর