যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার (২৬ জানুয়ারি) রাত প্রায় ৭টা ৪৫ মিনিটে ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ঘটনার পরপরই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয় এবং কর্মকর্তাদের মতে, অন্তত বুধবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর প্রাথমিক তথ্যে বলা হয়, বিমানটি অজানা কারণে উড্ডয়নের সময় দুর্ঘটনার শিকার হয়। পরে এটি উলটে গিয়ে মাটিতে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
ব্যাঙ্গর পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্লাইট ম্যানিফেস্ট অনুযায়ী বিমানে ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর কাউকে হাসপাতালে নেওয়া হয়নি এবং বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে এফএএসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লোরিডার অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি এবং নর্থ ক্যারোলিনার শার্লটসহ বিভিন্ন শহরে সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। বিমানবন্দরটি বোস্টন শহর থেকে প্রায় ৩২০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
উল্লেখ্য, বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ একটি প্রশস্ত কেবিনবিশিষ্ট বিজনেস জেট, যা সাধারণত ৯ থেকে ১১ জন যাত্রী বহনে সক্ষম।