Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১২:২৩

হামলায় আহত সাংবাদিকরা।

ঢাকা: চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম-পিআরএফ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে এক যৌথ বিবৃতিতে পিআরএফের সভাপতি খোন্দকার কাওছার হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, আমাদের সহকর্মী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর