ঢাকা: পাটওয়ারীরদের এত ভয় পাওয়ার কারণ কী- ‘বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিপ্লবী যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হাসনাত এ প্রশ্ন করেন।
তিনি দাবি করেছেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
পোস্টে তিনি লিখেছেন, ‘শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ছাত্রদল পরিচয়ধারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে।’
হাসনাত আবদুল্লাহ তার পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিপ্লবী যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন— ‘পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?’
তিনি আরও বলেন, যারা একজন সংসদ সদস্য প্রার্থীর প্রতিও সহিষ্ণু আচরণ দেখাতে পারে না, তারা জনগণের অধিকার ও ন্যায্যতা কীভাবে নিশ্চিত করবে—সে প্রশ্ন আজ জনমনে উঠেছে।
ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে—ফ্যাসিস্ট আমলে শত কোটি টাকা উপার্জনকারী এবং নেতা-কর্মীদের রক্তের ওপর দাঁড়িয়ে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের সংসদে পাঠানো হবে কি না।
এর আগে একই দিন দুপুরে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে অংশ নিতে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ছাত্র পরিচয়ধারী একদল ব্যক্তি তার দিকে ডিম, পচা পানি ও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ‘ধানের শীষ’ স্লোগান দেয়। এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।