Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাব-এর জন্য ১৬৩ যানবাহন কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৭:১১

-ছবি প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে র‌্যাব-এর জন্য ১৬৩টি যানবাহন সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘প্রগতি ইন্ডস্ট্রিজ লিমিটেড’ এসব যানবাহন সরবরাহ করবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

জানা যায়, ১৬৩টি যানবাহনের মধ্যে ৩টি জীপ, ১০০টি পেট্রোল পিকআপ ও ৬০টি মাইক্রোবাস (এসি) রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, ইতোপূর্বে যানবাহন সংগ্রহের এ প্রস্তাবটি উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এটি সময় সাপেক্ষ বিধায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং র‌্যাব-এর আভিযানিক কার্যক্রম আরও গতিশীল রাখার লক্ষ্যে উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব যানবাহন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘আরামকো ট্রেডিং (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড’ থেকে স্বল্প মেয়াদে ৫টি এলএনজি কার্গো আমদানিসহ ৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যান্যের মধ্যে- রাষ্ট্রীয় চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত-এর ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’ থেকে ৪র্থ লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৪১০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ২০১ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা।

এছাড়া রাষ্ট্রীয় চুক্তির আওতায় রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রুডিনটর্গ) থেকে ৮ম লটে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির আরেকটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৩৫২.৯৩ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৫১ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার টাকা।

সভায় টিসিবি’র জন্য স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ১০ হাজার মেট্রিক টন (১০টি লটে) মসুর ডাল ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ লাখ লিটার করে দুটি প্রতিষ্ঠান- ‘সুপার অয়েল রিফাইনারি লিমিটেড’ (প্রতি লিটার ১৮৫.৯৫ টাকা দরে) এবং ‘শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ’ (প্রতি লিটার ১৮৫.৯০ টাকা দরে) সয়াবিন তেল সরবরাহ করবে। দুটি মিলিয়ে মোট ব্যয় হবে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে ১০টি লটে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সরবরাহ করবে ‘কেবিসি এগ্রো প্রাইভেট লিমিটেড’। প্রতি কেজি ডাল ৭০ টাকা ৯৬ পয়সা দরে এতে মোট ব্যয় হবে ৭০ কোটি ৯৬ লাখ টাকা।

এছাড়া সভায় রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ পরিচালনায় কক্সবাজারের অবস্থিত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক ‍রিসার্চ ইনস্টি্টিউট’ গবেষণা সরঞ্জামাদিসহ স্যাম্পল কালকশনের জন্য ১টি ছোট রিসার্চ ভ্যাসেল এবং ২টি স্পীড বোট ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এগুলো সরবরাহ করবে ‘খুলনা শিপইয়ার্ড লিমিটেড’। এতে ব্যয় হবে ১৬১ কোটি ৭১ লাখ টাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর