Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বাড়ানোর অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৮:২৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের সঙ্গে আলোচনাকালে তিনি এ অনুরোধ জানান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা ড. আসিফ নজরুল মালদ্বীপে বর্তমানে বসবাসরত সব অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণ এবং বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বাড়ানোর অনুরোধ জানান।

বিজ্ঞাপন

ড. আসিফ নজরুল বিদেশে পড়াশোনার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত শিক্ষা ঋণ সুবিধার প্রশংসা করেন এবং চিকিৎসা, প্রকৌশল, কৃষি এবং অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চশিক্ষার জন্য অধিকহারে মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে আমন্ত্রণ জানান। এছাড়া বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপ ভ্রমণে আকৃষ্ট করার বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ড. আলী হায়দার বাংলাদেশ থেকে আরও বেশী দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে মালদ্বীপে এডুকেশন ফেয়ার আয়োজনের প্রস্তাব করেন। বৈঠকে অন্যদের মধ্যে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নির্বাচনের দিন নৌযান চলাচল বন্ধ
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৯

বগুড়ায় দেশীয় মদসহ গ্রেফতার ২
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২২

আরো

সম্পর্কিত খবর