Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের দিন নৌযান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৯ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪

— ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন সারাদেশে সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার জন্য এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন নৌ-পরিবহন সচিবকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছেন।

‎নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) এবং অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে।

‎যেসব ক্ষেত্রে ছাড় থাকবে

‎* অনুমতিপ্রাপ্ত ব্যক্তি: রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং পরিচয়পত্রধারী দেশি-বিদেশি পর্যবেক্ষক।

* ‎গণমাধ্যম: পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিক।

‎* জরুরি সেবা: অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কাজে নিয়োজিত নৌযান।

‎* নির্বাচনী জনবল: নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

‎সাধারণ মানুষের জন্য সুবিধা
‎সাধারণ জনগণের ভোগান্তি কমাতে নির্দেশনায় আরও বলা হয়েছে:

‎* যেসব এলাকায় নৌযানই চলাচলের একমাত্র মাধ্যম, সেখানে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

* ‎দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

‎* প্রধান প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।‎

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর