খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপসা উপজেলার পূর্ব রূপসা এলাকার মীনা বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাছ ব্যবসায়ী মামুন অর রশিদ ওই সময় মীনা বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় একটি গুলি তার বাম কাঁধে বিদ্ধ হয়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে গুলি করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’