ঢাকা: আসন্ন গণমাধ্যম ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের দেওয়া ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক তথ্য বিবরণীর মাধ্যমে এই অগ্রগতির কথা জানায়।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্য দেশগুলোতে পাঠানো হয়েছিল। এর মধ্যে-
- ব্যালট গ্রহণ করেছেন: ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন ভোটার।
- ভোটদান সম্পন্ন করেছেন: ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন।
- ডাকবাক্সে জমা পড়েছে: ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট।
- বাংলাদেশে পৌঁছেছে: ২৯ হাজার ৭২৮টি।
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, এই পোস্টাল ব্যালটগুলো আগামী ১২ ফেব্রুয়ারি (ভোটের দিন) বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর আসা কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
এদিকে প্রবাসীদের ব্যালট আসতে শুরু করলেও দেশের অভ্যন্তরে থাকা তিন শ্রেণির ভোটারদের (নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা, কারাবন্দি ও সরকারি চাকরিজীবী) পোস্টাল ব্যালট এখনো ফেরত আসা শুরু হয়নি।
উল্লেখ্য, এবার দেশ ও দেশের বাইরে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।