Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
নাটকীয় হারে শীর্ষ ৮ এ জায়গা হলো না রিয়ালের

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬ ০৮:০০

প্লে-অফে নেমে গেল রিয়াল

জিতলেই নিশ্চিত হতো শীর্ষ ৮ এ থেকে শেষ ১৬ নিশ্চিত করা। তবে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা বেনফিকার বিপক্ষে সেই কাজটাই করতে পারল না টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দলটি। অন্তিম মুহূর্তে গোল হজম করে বেনফিকার কাছে ৪-২ ব্যবধানে হেরে শীর্ষ ৮ এ জায়গা হলো না রিয়াল মাদ্রিদের। শেষ ১৬তে যাওয়ার লড়াইয়ে প্লে-অফ খেলতে হবে তাদের।

বেনফিকার মাঠে পুরো সময়টাতেই রিয়ালের চেয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। বল দখলে অনেকটাই পিছিয়ে থাকা বেনফিকা আক্রমণে আধিপত্য দেখিয়েছে দারুণভাবেই। তাদের ২২ শটের ১২টি ছিল লক্ষ্যে। আর রিয়াল ১৬ শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে।

ম্যাচের ৩০ মিনিটে লিড নেয় রিয়াল। কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় তারা। ৩৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বেনফিকা। সেডেরাপের গোলে উল্লাসে ভাসে স্বাগতিকরা। যোগ করা সময়ে গোল করে বেনফিকাকে লীগ এনে দেন পাভলিদিস। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ এর লিড এনে দেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় হাফের ৫৪ মিনিটে সেডেরাফের গোলে লিড আরও বাড়ায় বেনফিকা। শেষ অবশ্য স্থায়ী হয় মাত্র ৪ মিনিটে। ৫৮ মিনিটে এমবাপে আবার ব্যবধান কমান।

ম্যাচের ৯৮ মিইতে বেনফিকা কিপা টারবিনের গোলে ৪-২ গোলের অবিশ্বাস্য এক জয় পায় বেনফিকা। ম্যাচের ৯২ ও ৯৭ মিনিটে লাল কার্ড দেখেন রিয়ালের দুই ফুটবলার আসেনসিও ও রদ্রিগো।

৪-২ গোলের এই হারে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে রইল রিয়াল, তাদের খেলতে হবে প্লে-অফ। অন্যদিকে ৯ পয়েন্ট নিয়ে ২৪ তম স্থান নিশ্চিত করে প্লে-অফ উঠে গেছে বেনফিকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর