Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
শেষ ১৬তে যেতে প্লে-অফ খেলবে যে ১৬ ক্লাব

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৫৬

নতুন ফরম্যাটে আয়োজিত হওয়া চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে যেতে বেশ হ্যাপাই পোহাতে হয় ক্লাবগুলোকে। গ্রুপ পর্বের ৯ রাউন্ড শেষে শীর্ষ ৮ এ থাকা দলই নিশ্চিত করে সরাসরি শেষ ১৬তে খেলা। পরের ১৬ ক্লাবকে অপেক্ষায় থাকতে হয় প্লে-অফের। এবার প্লে-অফের লড়াইয়ে নামবে কোন ক্লাবগুলো?

দীর্ঘ এক লড়াই শেষে পর্দা নামল এবারের আসরের গ্রুপ পর্বের। গ্রুপ পর্ব শেষে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে ২৪টি ক্লাব। পয়েন্ট তালিকার ৯ থেকে ২৪তম স্থান পর্যন্ত থাকা ১৬টি ক্লাব নিজেদের মধ্যে খেলতে নকআউট ম্যাচের প্লে-অফ।

গত আসরের মতো এবারও প্লে-অফে খেলতে হবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। প্লে-অফে তাদের সঙ্গী ইন্টার মিলান, পিএসজি, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাবগুলো।

বিজ্ঞাপন

প্লে-অফে আরও খেলবে নিউক্যাসল ইউনাইটেড, আটালান্টা, বেয়ার লেভারকুসেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গ্যালাতাসারে, মোনাকো, কারাবাগ, গ্লিম্ট, বেনফিকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর