ঢাকা: রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) নামে এক মুদি দোকানদার ও খিলক্ষেতে ছুরিকাঘাতে মো. লিটন (২৮) নামে এক নির্মানশ্রমিক আহত হয়েছেন। তাদের কাছ থেকে টাকা ও ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে এই পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে আহত দীপুর স্ত্রী আফরোজা আক্তার জানান, তাদের বাসা মিরপুর-১২ নম্বর ই-ব্লকে। তাদের বাড়ির নিচে মুদির দোকানে কাজ করেন দীপু। ভোর সাড়ে ৫টার পর দীপু বাইরে বের হলে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ে গুলিটি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে।
আহত দীপু বলেন, আমি বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার সময় কিছুটা দূরে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেলে থাকা ২-৩ জন আমার কাছে আসে। তখনও বুঝতে পারিনি তারা ছিনতাইকারী। কাছে এসেই একজন ছুরি বের করে বলে, সঙ্গে যা আছে সব বের করে দিতে। তখন তারাই পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। এরপর ফোন নিতে চাইলে বাধা দিলে প্রথমে হাতাহাতি হয়। এরপর পেছন থেকে একজন গুলি করে দেয়।
অপরদিকে, আহত লিটনের সহকর্মী মো. মহসিন ইসলাম জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি কোম্পানির নির্মান শ্রমিক। লিটনের বাড়ি দিনাজপুর জেলায়। গতরাতে আবার গ্রাম থেকে কাজে ফিরছিল। ভোর ৪টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে নামার পর রেললাইনের পাশে ৩ জন ছিনতাইকারী তার সামনে এসে ছুরি ঠেকিয়ে তার ব্যাগ, পকেট হাতাতে থাকে। তাদের বাধা দিতে গেলে তার বাম কাধে পরপর ৩টি ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা ও একটি ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত দীপুর বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া লিটনের বাম কাধে ছুরিকাঘাত রয়েছে। দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা দুটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।