Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৩০

ঢাকা: রাজধানীর কদমতলী দনিয়া এলাকার একটি বাসা থেকে ইয়াসমিন (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দনিয়া নুরপুর চিলড্রেন গার্ডেন স্কুল বিল্ডিংয়ের ২য় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মৃত ইয়াসমিনের বাবার নাম সবুজ মিয়া। বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে।

এদিকে নিহত ইয়াসমিনের ছেলে আলআমিন জানান, দুই থেকে আড়াই বছর আগে নজরুল নামে একজনের সঙ্গে ২য় বিয়ে হয় তার মা ইয়াসমিনের। এ কারণে মায়ের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না তাদের। আগে গার্মেন্টেসে চাকরি করতেন ইয়াসমিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নজরুল তাকে ফোন করে বলে, তোমার মায়ের খোঁজ নাও। তোমার মামা তোমার মাকে মেরে ফেলেছে। এরপর থেকে নজরুলের ফোন বন্ধ। মায়ের ফোনে কল করেও তাকে পাচ্ছিল না। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মায়ের বাসায় গিয়ে দেখেন, রুমের দরজা বাইরে থেকে ছিটকিনি লাগানো। খুলে ভিতরে গিয়ে দেখেন, তার মা বিছানার উপর মৃত অবস্থায় পড়ে আছেন।

বিজ্ঞাপন

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহান বলেন, ইয়াসমিন তার ২য় স্বামীর সঙ্গে কদমতলীর ওই বাসায় থাকতেন। বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর