Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৪১

– ছবি : সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনি প্রচারসহ নানান দিক বিবেচনায় আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় দুই দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।

প্রসঙ্গত: আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে সাধারণত ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ায় এনবিআর।

আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত (রিবেট) সুবিধা থেকে বঞ্চিত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর