Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে পৌঁছেছে ৫৫ হাজারের বেশি পোস্টাল ব্যালট

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৪০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৪৯

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। এখন পর্যন্ত বিদেশ থেকে ৫৫ হাজার ৩৪১টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, বিশ্বের ১২০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসীদের জন্য এই ভোটদানের প্রক্রিয়া চলছে:

  • মোট পাঠানো ব্যালট: ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি
  • প্রবাসীদের সংগৃহীত ব্যালট: ৫ লাখ ৯ হাজার ৬০১টি
  • ভোট প্রদান করেছেন: ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী
  • বাংলাদেশে এসে পৌঁছেছে: ৫৫ হাজার ৩৪১টি ব্যালট

অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট:
বিদেশের পাশাপাশি দেশের ভেতরে থাকা তিন শ্রেণির ভোটার, সরকারি চাকুরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরাও পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। কমিশন জানিয়েছে, দেশের ভেতরে প্রদান করা ২ লাখ ৪৪ হাজার ৬২৫টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে ৫২টি জেলায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবারের নির্বাচনে সব মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর