ময়মনসিংহ: ময়মনসিংহ কারাগার থেকে হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র্যাব। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে পার্শ্ববর্তী জেল টাঙ্গাইল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে র্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান জানান, তারাকান্দায় একটি হত্যা মামলায় ২৩ জানুয়ারি তারাকান্দার মধ্যতারাটি গ্রামের হযরত আলীর ছেলে আনিছ, রাশেদুল ও জাকিরুলকে গ্রেফতার করে র্যাব। পরে পুলিশের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের অসাধু সদস্যদের সহায়তায় ভুল তথ্যে মুক্ত হয়ে পালিয়ে যায় হত্যা মামলার এই তিন আসামী। বিষয়টি র্যাবের নজরে আসলে অভিযান চালিয়ে তাদরকে গ্রেফতার করা হয়।