রাজবাড়ী: ৯ম জাতীয় পে-স্কেল এর ঘোষণা ও গেজেট বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে রেলওয়ে সরকারী কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ট্রেন পরিচালক ইকবাল হোসেন, সহকারী লোকো মাস্টার আনিছুর রহমান, আব্দুর রশিদ মোল্লাসহ অনেকেই বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে সরকার ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।