দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে ১৫ হাজার ৭৪৬ টাকা। ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দাম আজ থেকে কার্যকর করা হয়েছে। সব মিলিয়ে চলতি মাসে সোনার দাম ভরিতে কমলো ৩০ হাজার টাকা।
বাজুসের তথ্যমতে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৯০ ডলারে নেমে এসেছে; যা গতকাল ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়েছিল।
বাজুসের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা এবং ২১ ক্যারেটের সোনার দাম ১৪ হাজার ৯৮৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১২ হাজার ৮৮৮ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
এদিকে সোনার দামের সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা কমিয়ে ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৪০৮ টাকা কমিয়ে ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সোনার দাম কমেছিল ভরিপ্রতি সর্বোচ্চ ১৪ হাজার ৬৩৮ টাকা। তাতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ২৯ জানুয়ারি ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ১৬ হাজার ২১৩ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম বেড়ে দাড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়।