Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি সপ্তাহে কমতে পারে তাপমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৩:০১

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

ঢাকা: আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। একই সঙ্গে শেষরাত ও ভোরে কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৪ ফেব্রুয়ারি) আবারও তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিনও আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং ভোরে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সামগ্রিকভাবে আগামী কয়েক দিনে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর