Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিয়ম মানেই শাস্তি, ছাড় নেই কারও: ইসি সানাউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৪৮

– ছবি : সংগৃহীত

ঝালকাঠি: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা দায়িত্বে অবহেলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা করা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (৩১ জানুয়ারি) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের উদ্দেশ্যে ইসি সানাউল্লাহ বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়। দায়িত্বে গাফিলতি, পক্ষপাত বা ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশন এবার কোনো অভিযোগই এড়িয়ে যাবে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কড়া নির্দেশনা দিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা করা যাবে না। ভোটারদের জন্য একটি নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। জানান, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই লক্ষ্যেই কমিশন মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ বাস্তবায়নে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর