Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক উপজেলা চেয়ারম্যানকে ঢাকা থেকে অপহরণের অভিযোগ


২৭ জুলাই ২০১৮ ১৭:০১ | আপডেট: ২৭ জুলাই ২০১৮ ২১:২৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শুক্রবার জুমার নামাজের পর  রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া এলাকায় নিজ বাসার সামনে থেকে কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে জোর করে তুলে নিয়ে গেছে, বলে অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার (২৭ জুলাই) বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে বলে সাবেক ওই চেয়ারম্যানের খালাত ভাই ফাহাদ মোহাম্মদ সারাবাংলাকে জানিয়েছেন।

ফাহাদ বলেন, ‘তিতাস উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারের সঙ্গে পারভেজ সরকারের অনেকদিন ধরেই রাজনৈতিক ঝামেলা চলছিল। ওই এলাকায় পারভেজ সরকার প্রটোকল ছাড়া খুব একটা যাতায়াত করেন না। পারভেজ গত বছর এলাকায় গিয়েছিলেন তখন সোহেল শিকদারের লোকজন হামলা করেছিল। সোহেল নিজেই পারভেজকে লক্ষ করে গুলি করেছিল। কিন্তু গাড়িতে গুলি লাগায় তিনি বেঁচে যান।’

‘আজ তিনি লালমাটিয়া মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বাসার কাছে এসেছেন। বাসার সামনে একজনের সঙ্গে হ্যান্ডশেক করেছেন, যা দাঁরোয়ান দেখেছে। এরপরই একটি কালো রঙের জিপ গাড়ি আসে। আরেকজন লোক আসলে দুজন মিলেই জোর করে তুলে নিয়ে যায় পারভেজকে, বলে জানান ফাহাদ।

ফাহাদ আরও বলেন,  ‘এরপর পুলিশকে খবর দিলে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ দেখেন। সেখানে দেখা যায়, কালো রংয়ের ওই গাড়িটি সকাল থেকে বেশ কয়েকবার বাসার সামনে এসেছিল। গাড়ির নম্বর ঢাকা মেট্রো- ঘ ১৪-২৫৭৭। ওই গাড়িতে করেই দুজন লোক জোর করে তুলে নিয়ে যাচ্ছেন পারভেজকে। এ সময় পারভেজ চিৎকার করছিলেন বোঝা যাচ্ছে। দাঁরোয়ানও পুলিশকে বলছিলেন, পারভেজ সাহেব বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন।’

বিজ্ঞাপন

লালমাটিয়া সি ব্লকের ৩০ বাড়িতে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন পারভেজ। তিনি গত ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান ছিলেন। পরের বারও মনোনয়ন পেয়েছিলেন। তবে বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান। এ ঘটনায় পরিবার থেকে থানায় একটি অভিযোগ দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান ফাহাদ।

এ ব্যাপারে জানতে চাইলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারাবাংলাকে বলেন, সিসিটিভির ফুটেজ দেখে জানার চেষ্টা করা হচ্ছে ঘটনাটি। ব্যাপারটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টাও চলছে বলে জানান ওসি।

সারাবাংলা/ইউজে/এনএইচ

অপহরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর