Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া উচিত : জাতিসংঘ দূত


৬ আগস্ট ২০১৮ ১৪:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাভার : নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের নিরাপত্তা দেওয়া উচিত বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস এর ঢাকায় নিযুক্ত এনভয় অন ইয়ুথ জয়থমা বিক্রমা নায়েক।

সোমবার (৬ আগস্ট) দুপুরে সাভারে শেখ হাসিনা যুবকেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আন্দোলনরত শিক্ষার্থীরা খুব শিগগিরই ঘরে ফিরে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সরকার নিরাপদ সড়কের ব্যবস্থা করবে বলে আশা করেন জয়থমা বিক্রমা নায়েক। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার কাজ করছে। জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে আছে এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে কাজ করে যাচ্ছে। এজন্য কয়েকদিন আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস বাংলাদেশ সফর করেছেন। জাতিসংঘ আশা করে যে মিয়ানমার সরকার দ্রুত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে আন্তর্জাতিক যুব দিবসের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জাহিদ হাসান রাসেল, সংসদ সদস্য নাহিম রাজ্জাকসহ অন্যরা।

এক অনুষ্ঠানে পাঁচ প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর আগমন উপলক্ষে শেখ হাসিনা যুবকেন্দ্রের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

আন্দোলনরত শিক্ষার্থী জাতিসংঘের দূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর