Friday 18 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে অর্ধকোটি বাঙালির জন্য গড়া হবে বাংলা একাডেমি


১২ আগস্ট ২০১৮ ১৪:৪০

।। শুভজিৎ পুততুন্ড, কলকাতা থেকে ।।

ভারতের আসাম রাজ্য থেকে যখন বাঙালিদের বিতাড়িত করার চেষ্টা চলছে ঠিক তখনই দিল্লিতে প্রতিষ্ঠিত হতে চলেছে বাঙালির মুখের ভাষা বাংলা পরিচর্যা প্রতিষ্ঠান  বাংলা একাডেমি। দিল্লির মুক্তধারা অডিটোরিয়ামে ‘বাংলা সিনে উৎসব ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে দিল্লির শাসক ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা দেন।

বাংলা ভাষার বিকাশে তার দল আম আদমি পার্টি (এএপি) কাজ করবে জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘বাংলার সংস্কৃতি খুবই উচ্চমানের এবং ভাষাও খুবই মিষ্টি। গত ৬০ বছর ধরে বাঙালি অ্যাসোসিয়েশন বাংলা একাডেমি গঠনের দাবি জানিয়ে আসছে। আমরা সেই একাডেমি তৈরির সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি দিল্লিতে বসবাসকারী প্রায় ৫০ লাখের বেশি বাঙালিদের কাছে এটা একটা ভাল সংবাদ। তারা খুব শীঘ্রই বাংলা একাডেমি পেতে চলেছে।’

এ সম্পর্কিত নির্দেশিকা জারি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা রাহুল ব্যানার্জি, পরিচালক ইন্দ্রাশিস আচার্য প্রমুখ।

শুক্রবার(১০ আগস্ট) শুরু হওয়া দুইদিনব্যাপী ১১তম দিল্লির বাংলা সিনে উৎসবের শনিবার (১১ আগস্ট) ছিল শেষ দিন । এবার সিনে উৎসবে দেখানো পূর্ণ দৈর্ঘ্যের ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাংলা ছবিগুলোর মধ্যে রয়েছে, ময়ুরাক্ষী, পিউপা, ভালবাসার বাড়ি, হামি, রেনবো জেলি, বেঁচে থাকার গান, বাবার নাম গান্ধিজী, আহারে মন, মাছের ঝোল। অন্যদিকে স্বল্প দৈর্ঘ্যের ছবিগুলোর মধ্যে রয়েছে, প্রবাসে, গিরিশ ঘোষ, ভানু সিংহ, চোর, মেঘনাদ বধ রহস্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
‘আসামের কাউকে বাংলাদেশে পুশব্যাক করা হবে না’

দিল্লি বাংলা একাডেমি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর