ঢাবি ছাত্রীকে ছেড়ে দিয়েছে ডিবি
১৫ আগস্ট ২০১৮ ১৫:১৮
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে এক ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর জিঞ্জাসাব শেষে ছেড়ে দিয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে ডিবি পরিচয়ে ইমিকে তুলে নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়।
ঢাবি ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
এ ব্যাপারে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে বলেন, তাসনিম আফরোজ ইমি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছিল। এ কথা প্রক্টর স্যার জানতেন। তাকে জানিয়েই ইমিকে আনা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘তার ফেসবুক পেজে আন্দোলনের নামে উস্কানিমুলক পোস্ট পাওয়া গিয়েছিল। ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাত ১০টার মধ্যেই ছেড়ে দিয়েছে। তার কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে যে, ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওরকম উস্কানিমূলক কোনো পোস্ট আর তিনি দেবেন না।’
ইমি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। ইমির সহপাঠীরা জানিয়েছেন, ইমি কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এ ছাড়া ইমি সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য।
সারাবাংলা/কেকে/এমআই