Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে তদন্ত কমিটি


২৮ আগস্ট ২০১৮ ১৮:০৪

।। ডিস্ট্রিক করেসপন্ডেন্ট ।।

নাটোর : নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় বাস-লেগুনা সংঘর্ষে ১৫ জনের মৃত্যুর ঘটনা তদন্তে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ছয় সদস্য বিশিষ্ট কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার কদিমচিলানের ঘটনাস্থলে যান তদন্ত কমিটির প্রধান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য বিআরটিএ পরিচালক (অপারেশন) সিতাংশু শেখর বিশ্বাস, গাজিপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলাম, বুয়েটের সহযোগি অধ্যাপক ও দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের সদস্য কাজী মোহাম্মদ সিফান নেওয়াজ, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ হোসেন এবং বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী।

এ সময় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম বলেন, গত ঈদের পর নাটোর, কুমিল্লা ও ভৈরবে যে তিনটি স্থানে বড় ধরণের দুর্ঘটনা ঘটেছে সে স্থানগুলো পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবেন তারা। তদন্ত শেষে দুর্ঘটনা রোধে কমিটি যে সুপারিশ দেবে তার আলোকে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ট্রমা সেন্টার স্থাপন, পার্শ্ব সড়ক তৈরি, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়গুলোও থাকবে এই সুপারিশমালায়। এ ছাড়া স্থানীয় জনগণের চাহিদার আলোকে লেগুনাসহ অন্যান্য ধীরগতি সম্পন্ন যানবাহনের বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

গত ২৫ আগস্ট নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ১৫ জন মারা যান। সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্লিক মোড়ে নাটোর-পাবনা মহাসড়কে সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার পরদিন ২৬ আগস্ট ৭ জনের নামে মামলা দায়ের করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইউসুফ আলী বাদী হয়ে লালপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে লেগুনার (হিউম্যান হলার) মালিক, চালক, সহকারী, বনপাড়া লেগুনা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাসের মালিক ও চালককে।

সারাবাংলা/এসএমএন

 

 

 

নাটোর বনপাড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর