Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনা পরিবহনের দুর্ঘটনায় গেল আরও ৩ প্রাণ


২৯ আগস্ট ২০১৮ ১৯:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে নারী, শিশুসহ তিন জন মারা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (২৯ আগস্ট) দুপুরে দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে বৈশ্বামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে, বুধবার দুপুরেই নরসিংদীর শিবপুরের কারারচর এলাকায় বিসিক শিল্পনগরীর সামনে এনা পরিবহনের অন্য একটি বাসের ধাক্কায় প্রাণ হারান দুই মোটরসাইকেল আরোহী।

ঢাকা-সিলেট মহাসড়কে স্থানীয়দের কাছে রীতিমতো আতঙ্কের নাম এনা পরিবহন। এ পরিবহনের দুর্ঘটনার খবর প্রায়ই সামনে আসে। সবশেষ আজ বুধবার দুই জেলায় এনা পরিবহনের বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট পাঁচ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। এরা হলেন— মৌলভীবাজারের ইসমাঈল মিয়ার স্ত্রী রুবিনা, তাদের দুই মেয়ে শামীমা ও তাসমিরা। এদের মধ্যে তাসমিরার বয়স মাত্র তিন বছর।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪৭৪৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে সরাইল শাহবাজপুরের বৈশ্বামুড়া এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

আরও পড়ুন-

নরসিংদীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর