।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দেশে প্রতিবছর যুক্ত হচ্ছে প্রায় ৩ হাজার ডায়াবেটিস আক্রান্ত শিশু। আর এসব শিশুদের অধিকাংশই ডায়াবেটিক জনিত সমস্যায় আক্রান্ত হয়ে অন্ধ হয়ে যাবার ঝুঁকিতে রয়েছে। এসব শিশুদের ডায়াবেটিসজনিত অন্ধত্ব প্রতিরোধ করতে হলে প্রয়োজন সমন্বিত পদক্ষেপের।
আজ বুধবার (২৯ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ বেসরকারি সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল আয়োজিত ডায়াবেটিক শিশুদের চক্ষুসেবার পদক্ষেপের জন্য অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী ডায়াবেটিক শিশুদের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে এবং এ সংক্রান্ত সঠিক চিকিৎসার অভাবে নানা জটিলতায় শিশুরা পরবর্তীতে সারাজীবন ভুগছে।
অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএইডের শিশু অন্ধত্ব প্রতিরোধ প্রোগ্রামের সহযোগিতায় অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটি পরিচালিত দুই বছরব্যাপী পরিচালিত এক প্রজেক্টের মাধ্যমে বারডেম ঢাকা ও বগুড়া’ হাসপাতালে ইতোমধ্যে ৭ হাজারের বেশি রোগীদের সমন্বিত চিকিৎসা দেওয়া হয়, যার মধ্যে ৩ হাজারের বেশি রয়েছে শিশু।
বক্তারা শিশুদের ডায়াবেটিকজনিত অন্ধত্ব প্রতিরোধে বাংলাদেশ ডায়াবেটিক সেন্টারের সহযোগিতায় আরও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, বড় শহরগুলোর হাসপাতালের বাইরে দেশের প্রত্যন্ত এলাকায় আরও চক্ষু পরীক্ষা সেন্টার চালু, চিকিৎসক-নার্স ও মেডিকেল অ্যাসোসিয়েটদেরসহ সংশ্লিস্টদের আরও সমন্বিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার ওপর জোর দেন।
বাংলাদেশ ডায়াবেটিক হাসপাতাল এবং অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার বারডেম হাসপাতাল-২ এবং বগুড়া বারডেম হাসপাতালে প্রয় ৩ হাজারের বেশি শিশুসহ ৭ হাজারের বেশি রোগীর চোখের বিভিন্ন জটিল রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়, উন্নত চশমা দেওয়া হয় ৩ শতাধিক রোগীকে, ৮১টি চোখের অস্ত্রোপচারে সহায়তা করা হয় এবং চোখের চিকিৎসার জন্য প্রায় ৮০ জন চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে অরবিস ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ ইউএসএইডের সহযোগিতায় অরবিসের সেবা কার্যক্রম আরও বিস্তৃত করার তাগিদ দেন যাতে করে মাঠ পর্যায়ের দরিদ্র রোগীরা আরও উপকৃত হতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া-প্যাসিফিক অপথামোলজি অ্যাকাডেমির ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আভা হোসেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের রিসার্চ ডিরেক্টর এবং বেলফাস্ট কুইন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. নাথান জি কংডন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, ইউএসএইড ঢাকা অফিসের ডিরেক্টর ক্যারল ভেংকুয়েজসহ অন্যরা।
সারাবাংলা/জেএ/এমআই