Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জব্দ করা বাসের চাপাতেই প্রাণ গেল এসআই উত্তমের


২ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: তিন দিন আগে সড়ক দুর্ঘটনা ঘটিয়েছিল ঈগল পরিবহনের একটি বাস। জব্দ করে থানায় নেওয়ার পথে ওই বাসের নিচে চাপা পড়েই প্রাণ হারালেন রাজধানীর রুপনগর থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার।

রোববার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুরের রাইনখোলা এলাকায় বাসচাপায় প্রাণ হারান এসআই উত্তম। সন্ধ্যায় ৭টার দিকে রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সারাবাংলাকে জানান, ঈগল পরিবহনের জব্দ করা ওই বাসের চাকাতে পিষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুপনগর থানার সামনে কথা হয় মর্মান্তিক ওই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মাহমুদ হাসানের সঙ্গে। তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে একজন পুলিশ কর্মকর্তা বাসের সামনে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। কমার্স কলেজ পার হয়ে রাইনখোলা মোড়ে বাসটি মোটরসাইকেলে থাকা পুলিশ কর্মকর্তাকে চাপা দেয়। আশপাশ থেকে সবাই ছুটে এসে বাসের নিচ থেকে তাকে বের করে। মোটরসাইকেলের তেমন ক্ষয়ক্ষতি না হলেও ওই পুলিশ কর্মকর্তার মাথা সম্পূর্ণভাবে পিষ্ট হয়ে গেছে বাসের চাপায়।

রুপনগর থানার ওসি শাহ আলম বলেন, গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোরের দিকে ঈগল পরিবহনের ওই বাসটি বেঁড়ি বাধ এলাকায় একটি সিএনজিকে ধাক্কা দিয়েছিল। সিএনজিটি সামনের দিকে থাকায় তার তেমন ক্ষতি হয়নি। তবে বাসটি পাশের একটি টং ঘরে গিয়ে আটকে যায়। ওই বাসটিই জব্দ করে রুপনগর থানায় নিয়ে যাচ্ছিলেন এসআই উত্তম। পথে রাইনখোলা এলাকায় কমার্স কলেজ পার হয়ে এসআইয়ের মোটরসাইকেলটিকে চাপা দেয় ওই বাস।

বর্তমানে বাসের চালক ও বাসটি শাহ আলী থানায় আটক আছে। রাতেই মামলা হবে। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

এর আগে, শাহ আলী থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই জাহিদ হাসান সারাবাংলাকে বলেন, আমরা একটা অ্যাকসিডেন্টের কথা জেনেছি। এ বিষয়ে এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই খোকন চন্দ্র দেবনাথের সঙ্গে কথা বলতে বলেন।

জানতে চাইলে এসআই খোকন বলেন, ‘ওই গাড়িটি এর আগেও দুর্ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই বা এমন তথ্য কেউ আমাকে দেয়নি। প্রাণ হারানো পুলিশ কর্মকর্তা পোশাক পরিহিত অবস্থায় অন-ডিউটিতে ছিলেন। আমরা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।’ আরও তথ্য জানতে তিনি ওসিকে ফোন দিতে বলেন।

পরে ওসির কাছ থেকে জানা যায় বিস্তারিত তথ্য।

পুলিশ জানিয়েছে, এসআই উত্তমের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন-

ফাঁকা রাস্তায় বাসচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

সারাবাংলা/ইউজে/টিআর

এসআইয়ের মৃত্যু বাসচাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর