Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি হতে হবে : জেরেমি হান্ট


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

গণহত্যার অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করা হবে এবং যুক্তরাজ্য এ বিষয়ে অবস্থান গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। স্থানীয় মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) হাউস অব কমন্সে তিনি বলেন, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। এ বিষয়ে জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীদের তাগিদ দিবেন বলে হান্ট জানান। খবর বিবিসি।

বিজ্ঞাপন

হান্ট বলেন, জাতিগত নিধন যেখানে অথবা যেমনভাবেই ঘটুক না কেন তা কখনো বিচারহীন থাকতে পারে না এবং যারা এ ধরনের কাজ করে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। রাখাইনের উত্তরাঞ্চলে গণধর্ষণ, শিশুদের ওপর সহিংসতা, গ্রাম জ্বালিয়ে দেওয়া, জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সভ্য দেশগুলোর অবশ্যই অবস্থান গ্রহণ করা ও বিচার নিশ্চিত করা উচিত।

গত সপ্তাহে যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদকে গণহত্যা বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দেয়। এজন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে সাথে নিয়ে জাতিসংঘের স্থায়ী সদস্যগুলোকে পদক্ষেপ নিতে হবে বলে দেশটি জানায়। সেক্ষেত্রে চীন ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে অন্তত ৬ জন ঊর্ধ্বতন মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে। সহিংসতা থামাতে না পারার জন্য তিরস্কার করা হয়েছে মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সুচির। তবে মিয়ানমার শুরু থেকেই দাবি করে আসছে দেশটিতে কোন ধরনের গণহত্যার ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন:
দণ্ডিত দুই রয়টার্স সাংবাদিকের মুক্তি চেয়েছেন মাইক পেন্স 

জাতিগত নিধন জেরেমি হান্ট মিয়ানমার সেনাবাহিনী যুক্তরাজ্য রোহিঙ্গা সম্প্রদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর