Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০০ টাকায় ক্যান্সার শনাক্ত, সময় লাগবে ৮ ঘণ্টা


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: স্বাস্থ্যসেবা ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনে সফলতা অর্জন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির একটি উদ্ভাবনী দল ক্যান্সার শনাক্তের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। যার মাধ্যমে মাত্র ৮ ঘণ্টায় ৫০০ টাকায় ক্যান্সার নির্ণয় করা যাবে। যা বৈশ্বিক স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন। গবেষক দলের প্রধান হিসেবে কাজ করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. ইয়াসমিন হক।

বিজ্ঞাপন

বুধবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, গবেষণা সহযোগী দাতা সংস্থা বিশ্বব্যাংক প্রতিনিধি ড. মোখলেসুর রহমান, ইউজিসি সদস্য ড. ইউসুফ আলী মোল্লা বক্তব্য রাখেন।

গবেষক দলের প্রধান ড. ইয়াসমিন হক জানান, ‘নন-লিনিয়ার অপটিক্স ব্যবহার করে বায়োমার্কার নির্ণয়’ শীর্ষক প্রকল্পের গবেষণা ফল হচ্ছে- ‘নন-লিনিয়ার অপটিক্যাল ধর্ম ব্যবহার করে ক্যান্সার রোগীর শরীরের তরল পদার্থ ব্যবহার করে ক্যান্সার নির্ণয়ের পদ্ধতি’ উদ্ভাবন।

তিনি বলেন, প্রচলিত প্রযুক্তিতে ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় এবং ৫ থেকে ৭দিন সময় লাগে ক্যান্সার শনাক্ত করতে। তার উদ্ভাবিত প্রযুক্তিতে মাত্র ৫০০ টাকা ব্যয়ে ৮ ঘণ্টায় ক্যান্সার শনাক্ত করা সম্ভব। কারণ, বায়ো-কেমিকেল প্রক্রিয়ায় যে বাড়তি রিএজেন্ট ব্যবহার করতে হয়। কিন্তু নতুন প্রযুক্তিতে তার কিছুর প্রয়োজন হয় না। নন-লিনিয়ার অপটিক্যাল ধর্ম ব্যবহার করে ক্যান্সার রোগীর শরীরের তরল পদার্থ ব্যবহার করে ক্যান্সার নির্ণয় সম্ভব।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নতুন উদ্ভাবনের পেটেন্টের আবেদন ইতোমধ্যে বাংলাদেশ এবং ইউএস পেটেন্ট অফিসে করা হয়েছে। এ পদ্ধতি এর আগে কখনোই কোনো দেশে ব্যবহৃত হয়নি। আশা করা যায়, ক্যান্সার রোগ নির্ণয়ের সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি হিসেবে এটি নতুন একটি দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠান শেষে উদ্ভাবিত এ গবেষণা কর্মের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেন গবেষক দল প্রধান ড. ইয়াসমিন হক।

সারাবাংলা/এমএস/এমএইচ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর