Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধিরগঞ্জের ডিএনডি খালে ভাসছিল প্রায় গলে যাওয়া লাশ


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি খাল থেকে প্রায় গলে যাওয়া লাশ পাওয়া গেছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে নয়াআটি এলাকার ডিএনডি খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নয়াআটির মুক্তিনগর এলাকায় কিসমত মার্কেটের সামনে ডিএনডি খালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক রাসেল আহম্মেদ জানান, লাশটি মুক্তিনগর এলাকায় খালে ভাসছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বত্তরা হত্যা করে কয়েকদিন আগে লাশটি ফেলে রেখে গেছে। ফলে সেটি পঁচে অনেকটা গলে গেলে। অর্ধনগ্ন লাশটি একজন পুরুষের। লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। এই প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া লাশটি কার এবং কেনই বা তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

 

ডিএনডি খাল লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর