Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 ‘জাতীয় ঐক্যের হ্যাডম নেই সোহরাওয়ার্দী উদ্যানে সভা করার’


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম : বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে সদ্যগঠিত রাজনৈতিক মোর্চা বৃহত্তর জাতীয় ঐক্যের সোহরাওয়ার্দী উদ্যানের মতো বড় স্থানে সভা করার মতো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের কর্ণফুলী থানার ক্রসিং এলাকায় আয়োজিত এক পথসভায় একথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘ওদের (বৃহত্তর জাতীয় ঐক্য) হ্যাডম নেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু তাদের হ্যাডম নেই সেখানে সভা করার।’

শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত নাগরিক সমাবেশের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘৩০ দল মিলে মিটিং করেছে, এখন আমাদের পথসভার বাইরে যত লোক দাঁড়িয়ে আছে সেখানে তত লোকও ছিল না।’

আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, ‘যুক্তফ্রন্ট ঐক্য প্রক্রিয়ায় যেখানেই মিটিং করতে চায় সেখানেই মিটিং করবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে, যেখানে সমাবেশ করতে চায় সেখানেই করুক। কিন্তু তারা বড় জায়গায় যান না। তারা পল্টনে ঢুকে যায়, নাট্যমঞ্চে ঢুকে যায়। বড় জায়গায় গেলে লোক সমাগম হবে না এই ভয়ে তারা যায় না। তারা বড় জায়গায় সমাবেশ করে না।’

কর্ণফুলী উপজেলায় পথসভা শেষে লোহাগাড়া উপজেলার দিকে রওনা নয় আওয়ামী লীগের প্রতিনিধি দলটি। সেখানে আরেকটি পথসভা শেষে কক্সবাজার দিকে যাবেন দলটির নেতারা।

নির্বাচনের আগে সাংগঠনিক সফরের অংশ হিসেবে বিমান, ট্রেনের পর এবার সড়কপথে কক্সবাজারের উদ্দেশে আওয়ামী লীগের নির্বাচনী সফর শুরু হয়েছে। সেই সফরের অংশ হিসেবেই রোববার বিভিন্ন স্থানে পথসভা করা হচ্ছে।

আরো পড়ুন : সড়কপথে আ’লীগের নির্বাচনী প্রচার

‘বৃহত্তর জাতীয় ঐক্য’র দাবি ৫+১

সারাবাংলা/আরডি/এসএমএন


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর