Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডাকাতি


৮ অক্টোবর ২০১৮ ১৭:৩২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

শরীয়তপুর : শরীয়তপুরে একটি বাড়ির শিশুদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দাসার্ত্তা গ্রামের মালেক মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির শিশুসহ সকলকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও ট্যাব লুট করে নিয়ে যায়।

মানিক মোল্লার পরিবারের সদস্যরা জানান, ১৫-১৭ জন ডাকাতের একটি দল রোববার রাত ১টার দিকে সামনের দরজা ভেঙে মৃত মালেক মোল্লার ছেলে প্রবাসী মিন্টু মোল্লার ঘরে ঢোকে। এরপর তার ভাই সেন্টু মোল্লার ঘরের দরজা ভেঙে ঢুকে বাড়ির লোকজনকে জিম্মি করে। তারা শিশুদের গলায় ধারালো অস্ত্র ধরে দুই ঘন্টা লুট করে। ঘরের সবকিছু তছনছ করে তিনটি মোবাইল সেট, দুইটি ট্যাব, ৩০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।

এদিকে যে শিশুদের গলায় অস্ত্র ধরা হয়েছিল তারাসহ পরিবারের সদস্যরা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পালং থানার দাসাত্তা গ্রামের মালেক মোল্লার বাড়িতে গত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি। তবে ডাকাতির খবর পেয়েই পুলিশ তদন্ত শুরু করেছে।

সারাবাংলা/এসএমএন

ডাকাতি শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর