‘২১ আগস্টের রায়কে ঘিরে কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না’
৯ অক্টোবর ২০১৮ ১৩:৫৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা মেট্রোপলিন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামী কালকে ২১ আগস্টের রায়কে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলার সম্ভাবনা নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। যদি কেউ নৈরাজ্য করতে চাই তবে তা কঠোরভাবে দমন করা হবে।
আজ মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর বারোটার দিকে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপি শিক্ষা বৃত্তি-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে সারাদেশের নিরাপত্তা জোরদার
ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়। এটি নিয়ে কোনো প্রকার নিরাপত্তার হুমকি নেই। এটি নিয়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ। আমাদের নজরদারী রয়েছে, সতর্ক রয়েছি। যদি কোনো স্বার্থান্বেষী মহল জনগণের নিরাপত্তা বিঘ্ন করতে সম্পদ জ্বালাও-পোড়ায়ের অপচেষ্টা করে তবে কঠোরভাবে তাকে দমন করার পূর্ণ প্রস্তুতি রয়েছে। কোনো ধরণের নৈরাজ্য বরদাস্থ করা হবে না।
‘গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে নাশকতা হলে জবাব দেওয়া হবে’
রায়কে ঘিরে কোনো ধরণের নিরাপত্তা শঙ্কার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ তার সাংবিধানিক এবং আইনি দায়িত্ব পালনের মাধ্যমে সকলের জানমালের নিরাপত্তা প্রদানে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, ২০১৩ সালে আমি ডিএমপি তে ছিলাম না কিন্তু আমি ডিএমপিকে স্যালুট করি। ডিএমপির কারণে কিন্তু সেদিন বড় ধরনের বিপর্যয় থেকে এ দেশের অর্ধকোটি মানুষের জানমাল রক্ষা পেয়েছিল। ১৪ সালে, ১৫ সালে আমি যখন দায়িত্ব নিয়েছি তখন দেখেছি লাগাতার বোমাবাজি, সন্ত্রাস জ্বালাও-পোড়াওয়ের সেই নৈরাজ্য চলছিল। এতেই কি শেষ? বিদেশিদের হত্যা করে জঙ্গি হামলা করে এদেশকে অকার্যকর করার অনেক অপচেষ্টা করা হয়েছে। এরপরে অ্যান্টি টেরোরিজম সদস্য এবং আমরা সবাই মিলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সফল অভিযান চালিয়ে এ জঙ্গিবাদ দমন করে সারাবিশ্বে তাক লাগিয়ে দিয়েছি। বাংলাদেশে ২০১৩, ২০১৪ ও ২০১৫-এর পুনারাবৃত্তি করার কোনো অপচেষ্টা করলেও তাদেরকে অত্যন্ত কঠোরভাবে দমন করা হবে।
অনুষ্ঠানে কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, আগামীতে অনেক হুঙ্কার-ধুঙ্কার আমরা শুনতে পাচ্ছি। এ হুঙ্কার-ধুঙ্কারে কোনো কান দেওয়া চলবে না। আইন-শৃঙ্খলা বিঘ্ন করার ক্ষেত্র যদি কেউ চেষ্টা করে, কেউ যদি রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে, কেউ যদি অগ্নি সন্ত্রাস কিংবা বোমা মারার চেষ্টা করে তবে তাকে শক্ত হাতে দমন করা আমাদের আইনগত কর্তব্য। যেহেতু আমাদের সব কল্যাণ দেখা হচ্ছে, বেতন-ভাতা পাচ্ছি। কাজেই আমাদের দায়িত্বটা সকলে পালন করবো। টিম ডিএমপি অতীতে যেভাবে কাজ করেছে ভবিষ্যতেও কাজ করবে।
অনুষ্ঠন শেষে ডিএমপি পুলিশ সদস্যদের ৮৫০ কৃতি শিক্ষার্থীদের মাঝে ৫২ লাখ ৬১ হাজার টাকার বৃত্তি ও সনদ তুলে দেন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন কমিশনারের সহধর্মীনিসহ ডিএমপির সকল স্তরের কর্মকর্তারা।
সারাবাংলা/এসএইচ/এমআই